সর্জন পাড়া বীজটি পাকুল্লা ইউনিয়নের বাঙ্গালী নদীর তীরে অবস্থিত। এই ব্রীজের উপর দিয়ে পাকুল্লা ইউনিয়নের জনগন সহ সারিয়াকান্দি উপজেলায় যাওযার একটি পথ। বহুল প্রতিক্ষিত এই ব্রীজটি অনেক মানুষের প্রতিনিয়ত কাজে লাগে। প্রতিদিন প্রয়োজনীয় কাজ শেষে এই পথে বাড়ী ফিরতে হতো নৌকায়, যা বর্তমানে অনায়াশে যে কোন সময় কোন ব্যয় ছাড়াই মানুষ পারাপার হতে পারে।