সোনাতলা উপজেলা সদর, বগুড়া
১। অন্তর্বিভাগে রোগী ভর্তি রেখে চিকিৎসা দেয়া হয়।
২। বহিবিভাগ -প্রতিদিন (সরকারী ছুটির দিন বাদে) চিকিৎসা দেয়া হয়।
৩। জরুরী বিভাগ প্রতিদিন ( ছুটির দিন সহ) ২৪/৭ খোলা থাকে ।
৪। প্রয়োজনীয় পুষ্টি সহ পর্যাপ্ত খাদ্য সরবরাহের উন্নয়ন।
৫। পর্যাপ্ত নিরাপদ পানি পান ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা সহ পরিবেশের উন্নয়ন এর জন্য পরামশ দান।
৬। মা ও শিশু স্বাস্থ্য পরিচর্যা এবং পরিবার পরিকল্পনা।
৭। প্রধান সংক্রামক রোগ সমূহের বিরুদ্ধে টিকার ব্যবস্থা গ্রহণ।
৮। আঞ্চলিক এনডেমিক রোগ সমূহের নিবারণ ও নিয়ন্ত্রণ ।
৯। সাধারণ রোগ ও যখমের চিকিৎসা ।
১০। অত্যাবশ্যকীয় ঔষধের ব্যবস্থা গ্রহণ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস