সোনাতলা উপজেলা রেল এবং সড়ক পথে দেশের বিভিন্ন অংশের সাথে সংযুক্ত। সড়ক পথে বগুড়া হতে বাস, টেম্পো, সি.এন.জি চালিত অটোরিক্সা কিংবা সড়ক পথে পরিচালিত অন্যান্য যানবাহনে সোনাতলা উপজেলায় পৌছানো যায়। বগুড়া শহরের সাতমাথা কিংবা বগুড়া বাস টার্মিনাল হতে সোনাতলাগামী বাসে অথবা সি.এন.জি চালিত অটোরিক্সায় অতি সহজেই সোনাতলা উপজেলায় আসা যায়। এছাড়া রেল পথেও সোনাতলা রেল স্টেশনে আসা যায়। সোনাতলা রেল স্টেশন হয়ে গমনকারী অধিকাংশ মেইল ট্রেন সোনাতলা রেল স্টেশনে যাত্রা বিরতি করে থাকে। যে সকল মেইল ট্রেন সোনাতলা রেল স্টেশনে যাত্রা বিরতি করে তার মধ্যে “লালমনি এক্সপ্রেস” অন্যতম।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস