এক নজরে পৌরসভা | |||||||||||||||||||||||||||||||||||
|
|
1. পৌরসভার সংহ্মিপ্ত বিবরণ ২০০১ সালে ২৬শে এপ্রিল সোনাতলা পৌরসভা স্থাপিত হয়। খ শ্রেণীর পৌরসভা যাহার আয়তন ১২.৩৭ বর্গ কিলোমাটার। এই পৌরসভার ৯টি ওয়ার্ড নিয়ে বিশিষ্ট, যাহার মোট জনসংখ্যা ২১৯৯৯ জন এর মধ্যে পুরুষ ১১,২৯৭জন ও মহিলা ১০,৭০২জন। শিহ্মার হার ৭৮%। বাংলাদেশের সোনালী ফসল পাট সোনাতলায় বেশি চাষাবাদ হত এরজন্য নাম করন করে সোনাতলা। সোনাতলা পৌরসভা ০১নং ওর্য়াড সোনাতলা বন্দর এলাকায় ০১টি ঘোড়াপির মাজার, ০১টি বড়বাজার, ০১টি ছোট বাজার, ০২টি বাস টার্মিনাল, ০১টি রেলওয়ে ষ্টেশন আছে, এলাকার যোগাযোগের মাধ্যাম রেল ও সড়ক পথ। এছাড়া ০১টি সরকারী কলেজ ০২টি বে-সরকারী কলেজ, ০১টি পি.টি.আই, ০১থানা, ০১টি ফায়ার ষ্টেশন, ০১টি প্রেস ক্লাব, ০২টি অডিটোরিয়াম, ০১টি কবরস্থান, ০১টি উপেজলা, ০১টি খাদ্যগুদাম, ০১টি টেলিফােন এক্সঞ্জে, ৩৩টি মসজিদ, ০৬টি মন্দির, মাদ্রাসা ০২টি, সেআনাতলা শহেরর পূর্বপাশ্ব দিয়ে একটি বাঙ্গালী নদি অতিবাহিত হয়েছে। এই নদির শাখা হিসেবে ০১টি খাল ০২নং,০৩নং, ও ০৪নং ওয়ার্ডের উপর দিয়ে অতিবাহীত হয়েছে যাহা বন্যার সময় নৌকা যোগে সব ধরণের মালামাল এবং যাত্রি সুবিধা পেয়ে থাকে। অত্র পৌরসভার মধ্যে উল্লেখযোগ্য ধান চাষ। এছাড়া গম, মরিচ, পাট, ইহ্মু, সরিষা এছাড়া বিভিন্ন ধরনের সবজি এবং কলা চাষ করে থাকেন। ০১টি কেন্দ্রীয় শহিদ মিনার সংলগ্ন ০১টি ষ্টেডিয়াম আছে। চিত্রবিনোদনের জন্য ০১টি সিনেমা হল ও সাংস্কৃতিক সংগঠন আছে। অত্র পৌরসভা হতে ঢাকা গামি কয়েকটি চেয়ার কোচ বাস ও ০২টি আন্তনগর ট্রেন চলাচল করে থাকে। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস